
কান্নায় ভেঙে পড়লেন তারেক রহমান: লন্ডনে মায়ের চিকিৎসা শেষে বিদায়ের মুহূর্তে আবেগঘন দৃশ্য
লন্ডনে চার মাস চিকিৎসা করিয়ে মাকে বিদায় জানাতে এসে বিমান বন্দরে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বিনা চিকিৎসায় ভীষণ অসুস্থ হয়ে পড়েন।
২০২৪ সালে ৫ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
গত ১৬ বছর আওয়ামীলীগ শাসনামলে কুক্ষিগত করে রাখা আইন ও বিচার বিভাগ দ্বারা বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর স্টিমরোলার চালিয়ে আসছিল স্বৈরাচারী শেখ হাসিনা, যার থেকে বাদ যায়নি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া।
দালাল খায়রুল ইসলাম ও সাইফুদ্দিন মানিকদের মত বিচারপতিদের দ্বারা শুনানি করা হতো ফরমায়েশি রায়
আর দালাল এটর্নি জেনারেল মাহাবুবদের দ্বারা রিট আপিল খারিজ করাতেন শৈরাচারী শেখ হাসিনা।
বিরোধী দলীয় নেতাকর্মীদের দাবিয়ে রাখার জন্য তাদেরকে মিথ্যা ও ভৌতিক মামলা জড়িয়ে শেখ হাসিনা তার পেটোয়া বাহিনী পুলিশলীগ দিয়ে গ্রেফতার করে জেল হাজতে প্ররন করতো। তৎকালীন র্যাব ডিবির উচ্চ পদস্হ কর্মকর্তাদের ও মেজর জেনারেল জিয়াউল আহসানদের দ্বারা করা হতো গুম খুনের মত স্পর্শ কাতর কার্যক্রম।
গত ৫ই আগস্ট এর পর বাংলাদেশের সাধারণ মানুষ যেন নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে মুক্ত হয়েছে স্বৈরাচারী শাসনের থেকে।
সেই স্বৈরাচারী শেখ হাসিনার হাত থেকে রেহাই পেয়ে উন্নত চিকিৎসার করাতে কাতারের আমিরের পাঠানো এয়ার এম্বুলেন্সে ৭ ই জানুয়ারী লন্ডনে ছেলে তারেক রহমানের কাছে চলে যান বেগম খালেদা জিয়া, লন্ডনে পৌঁছানোর পরদিন হতেই টানা ১৭ দিন দ্য লন্ডন ক্লিনিকে উন্নত চিকিৎসয়।