
শামস শমীম : আওয়ামী লীগের দোসর সাবেক আইজিপি শহিদুল হকের বিশ্বস্ত ব্যক্তি সাবেক অপরাধ ট্রাইব্যুনালের সিলেট অঞ্চলে দায়িত্বে নিয়োজিত ছিলেন এএসপি নূর হোসেন, তিনি আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ের শেখ সেলিমের ও পুলিশের আইজিপি শহিদুল হকের ছত্রছায়ায় থেকে ক্ষমতার অপব্যবহার এর মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করে ঢাকায় এবং ঢাকার বাহিরে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বলে অনুসন্ধান করে পাওয়া গিয়েছে,
শেখ সেলিম ও শহিদুল হকের ভ্যানগার্ড হিসেবে একাধিক থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন এএসপি নূর হোসেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এবং পুলিশের আইজিপি শহিদুল হকের গ্রেপ্তার হওয়ার পরে বেশ কয়েকদিন ঢাকার বাহিরে পালিয়ে বেশ কয়েকদিন আত্বগোপনে ছিল।
অবসরপ্রাপ্ত এএসপি নূর হোসেন রংপুরের এএসপি আক্তার হোসেন যিনি নূর হোসেনের ভাইরা তাকে আশ্বাস দিয়েছেন যে আপনি আপনার বাসায় থাকেন কোন সমস্যা হবে আমি দেখবো উক্ত ব্যক্তির আশ্বাসে আওয়ামী লীগের দোসর সাবেক এএসপি নূর হোসেন তার খিলগাঁও সিপাহীবাগে তার বাসায় বসবাসরত আছেন, বিএনপি’র নেতাকর্মীদের বক্তব্য অনুযায়ী এএসপি নূর হোসেন অপরাধ ট্রাইব্যুনালে থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অনিয়মকে নিয়মে পরিণত করে বিএনপি নেতাকর্মীদের আইনের মার প্যাচের মাধ্যমে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে হয়রানি করেছেন, এই এএসপি নূর হোসেন সম্পর্কে উক্ত ব্যক্তিরা আরো বলেন ৫ ই আগস্ট এর পরে কোন মামলা হয়নি তার নামে, এই আওয়ামী লীগের দোসর এবং সাবেক আইজিপি শহিদুল হকের বিশ্বস্ত ব্যক্তি নূর হোসেনের বিরুদ্ধে, অনুসন্ধানে জানা গেছে আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময় ১৭ বছরে ক্ষমতার অপব্যবহার মধ্য দিয়ে অবৈধভাবে অর্থ উপার্জনের টাকায় গড়ে তুলেছেন সম্পদের পাহাড়, কিছু সম্পদের বিবরণ দেওয়া হলো যেমন খিলগাঁও সিপাহীবাগে হোল্ডিং নং ২৫২/৪ উক্ত ভবনের ক্রয় করা তার তিনটি ফ্লাট,বাইতুল হুদা জামে মসজিদের রোডে ২৫৭/২ আট তলা ভবনের তৃতীয় তলায় দুটি ফ্ল্যাট যেখানে তিনি পরিবার নিয়ে বসবাস করে , এবং ওই ভবনের পাশের আরেকটি ভবনের চতুর্থ তলায় একটি ফ্লাট, হোল্ডিং নং ২৫২/ এ মধু ভিলায় ষষ্ঠ তলায় একটি ফ্লাট, খিলগাঁও চৌরাস্তায় কুমিল্লা হোটেল সংলগ্ন ভবনে ১টি ফ্ল্যাট, মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানে দুই বিঘা জমি ক্রয় করা আছে এবং গড়ে তুলেছেন সিরাজদিখান পলাশপুর বালু চর ইউনিয়নে প্রবর্তনা হাউজিং সোসাইটি লি : নামক প্রকল্প, এছাড়াও শরীয়তপুর রাজনগর নিজ বাড়িতে আলিশান বিল্ডিং নির্মাণ করেছে এবং অগণিত নাল জমি নামে বেনামে ক্রয় করেছে আওয়ামীলীগের দোসর।